18 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » মণিপুরে বাংলাদেশি দাবি করে ২৯ ভারতীয় মুসলিম গ্রেফতার

মণিপুরে বাংলাদেশি দাবি করে ২৯ ভারতীয় মুসলিম গ্রেফতার

গ্রেফতার

বিশ্ব ডেস্ক : মণিপুর রাজ্যে ২৯ জন ভারতীয় মুসলিমকে বাংলাদেশি পরিচয় দিয়ে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারকৃত সবার কাছেই ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র ছিল। জানা গেছে, তারা কাজের উদ্দেশ্যে আসাম থেকে মণিপুরে গিয়েছিলেন। বুধবার (৪ ডিসেম্বর) ত্রিপুরাভিত্তিক দৈনিক দেশের কথা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজেপি-শাসিত মণিপুর সরকারের পুলিশ বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু করেছে। গত সোমবার পশ্চিম ইম্ফল জেলার মায়াঙ্গ এলাকা থেকে ২৯ জন মুসলিম শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। তারা সবাই আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মণিপুরে কর্মরত বাংলাভাষী মুসলিমরা এ ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে গ্রেফতার কৃতদের মধ্যে ২৫ জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা সবাই স্থানীয় একটি পাউরুটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এ বিষয়ে বলেন, “পুলিশ ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে এবং তাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র (আধার কার্ড) জব্দ করা হয়েছে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে বাংলাভাষীদের বিরুদ্ধে সন্দেহভাজন বাংলাদেশি বলে যে প্রোপাগান্ডা চালানো হয়, তা এবার মণিপুরেও শুরু হয়েছে। বিজেপি-শাসিত আসামে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছেন সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ