বিএনএ, ঢাকা: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে শান্তি দরকার, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে। এটিকে বানচাল করার জন্য আবারও সহিংসতা ও বর্বরতার পথ বেছে নিয়েছে বিএনপি। তারা ভুল পথে রয়েছে। নির্বাচন বর্জনের মাধ্যমে তারা আরও জনবিচ্ছিন্ন দলে পরিণত হবে।’
মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও মৃত্তিকা দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এমন মন্তব্য করেন।
নেতৃত্ব হাতছাড়া হবার ভয়ে তারেক জিয়া কিছুতেই চায় না নির্বাচন
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আমরা তাদের বারবার বলেছি নির্বাচনে আসেন। অনেক চেষ্টা করেছি নির্বাচনে আনার জন্য, কিন্তু তারা আসেনি। তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কাজেই বিএনপি নির্বাচনে জিতলেও তারেক জিয়া ও খালেদা জিয়া নেতা থাকতে পারবেন না। দলের নেতৃত্ব হাতছাড়া হবার ভয়ে তারেক জিয়া কিছুতেই চায় না নির্বাচন হোক।
সারা পৃথিবীর মানুষ আমাদের প্রশংসা করে
জমি ও পানির উৎস কমে যাচ্ছে
এবারের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য: ‘মাটি ও পানি: জীবনের উৎস’-এর ওপর গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘জমি কমছে, পানির উৎসও কমে যাচ্ছে। মাটির গুণাগুণও হ্রাস পাচ্ছে। এ অবস্থায় ১৭ কোটি মানুষের খাদ্যচাহিদা আমাদের মেটাতে হবে। বর্ধিত জনসংখ্যার খাবার জোগাড় করা অনেক বড় চ্যালেঞ্জ।
এখন খাদ্যাভাব নেই
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক মানুষ আগে খাবার পেত না, ভাত পেত না উল্লেখ করে বলেন, দেশে দুর্ভিক্ষ হয়েছে বারবার। ২০০৪-০৫ সালে উত্তরাঞ্চলে আমি দেখেছি মানুষের হাড্ডিসার চেহারা। এখন আর সেই অবস্থা নেই। এখন খাদ্যাভাব নেই, খাদ্যের কষ্ট নেই।’