29 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে চাকরির কথা বলে প্রতারণা, আটক ২

রাঙ্গামাটিতে চাকরির কথা বলে প্রতারণা, আটক ২


বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দু’জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ নভেম্বর) তাদের আটক করা হয় শহরের কল্যাণপুর থেকে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘শেয়ার পয়েন্ট স্মল বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে  কথিত এনজিও’র পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী রাঙামাটি জেলা প্রশাসনে এমন অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়। এসময় যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার মো. নাসির উদ্দিন (৪৩) এবং সাতক্ষীরা জেলার মোজাম্মেল হক (২৭)।

ভুক্তভোগী মিথুন চাকমা বলেন, ফিল্ড অফিসার পদে চাকরির কথা বলে আমার কাছ থেকে প্রথম ধাপে দুই হাজার টাকা নিয়েছে। পরে আবার ২৫ হাজার টাকা নেন। আমি টাকা ফেরত চাই।

সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ছয়জন থেকে ২৭ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে চক্রটি। প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ