25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জাওয়াদঃ উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে

জাওয়াদঃ উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে


বিএনএ, ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ ‘জাওয়াদ’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ ছাড়া সারাদিন গুমোট আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী রোববার (৫ ডিসেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে ‘জাওয়াদ’র প্রভাবে সাগর উত্তাল রয়েছে।নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে।
বিএনএ/ ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ