বিএনএ,সাতকানিয়া(চট্টগ্রাম) : সাতকানিয়ার কেরানীহাট সিটি সেন্টার ও কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় ।
মঙ্গলবার(৫ নভেম্বর ২০২৪) নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারে মূল্য তালিকা না থাকার বিষয়ে সতর্ক করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির কারনে এবং মূল্য তালিকা না থাকার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ১৪হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ৯৯ কেজি পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এ সময় অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মোহাম্মদ ফয়সাল সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারিস্তা করিম ।
বিএনএনিউজ২৪, এসজিএন