21 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আট দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আট দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আট দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজধানীতে ইতিমধ্যে ৮৯টি মামলা হয়েছে।মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় দুই হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তাররা দলীয় নেতাকর্মী বলে দাবি করছে বিএনপি।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য জানান।

আরও পড়ুন:

বিএনপি নেতা আলতাফ কারাগারে

তিনি আরও জানান, এর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা, সেখানে ছয়টি মামলা করা হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ। এসব মামলায় ৪ তারিখ পর্যন্ত দুই হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাজধানীতে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ