30 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দ্বীপ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত দ্বীপ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অখিল চন্দ্রের ছেলে।

রোববার (৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাজ করার সুবাদে দ্বীপ ঢাকার সাভারে বসবাস করতেন। সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রোববার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

তিনি বলেন, হাসপাতালের ডেঙ্গু ইউনিটে মোট ৭৬ জন চিকিৎসাধীন আছেন। এর মাঝে পুরুষ ৫৫ জন, নারী ১৯ জন ও শিশু ২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন।

বিএনএ/হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ