বিএনএ, বিশ্বডেস্ক : গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হাতে বন্দী মার্কিন নাগরিকদের খোঁজ করতে সেখানে অস্ত্রবিহীন ড্রোন ওড়ানো হয়েছে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গাজার আকাশে মার্কিন ড্রোন চক্কর দেয়ার কথা সাংবাদিকরা প্রকাশ করার পর আমেরিকার পক্ষ থেকে এই স্বীকারোক্তি এলো।
যুক্তরাষ্ট্র দাবি করছে, ওই ড্রোন ছিল ‘নিরস্ত্র’ এবং গাজায় বন্দী মার্কিন নাগরিকদের সন্ধানের জন্য তা পরিচালনা করা হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসনে সমর্থন দেয়ার জন্য ড্রোনটি পাঠানো হয়নি বলে জোর দাবি আমেরিকার।
শুক্রবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে, পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার নিশ্চিত করেন যে, “৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পর ড্রোনের এই মিশন চালানো হয়েছে।” ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে সাংবাদিকরা মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনগুলো চিহ্নিত করেন।
এই ড্রোন যদিও বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তবে রিপারকে প্রায়ই নজরদারির জন্য ব্যবহার করা হয়। এই ড্রোনে রয়েছে উন্নত সেন্সর; সেইসাথে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে একটানা উড়তে পারে।
বিএনএনিউজ/এইচ.এম।