বিএনএ,চন্দনাইশ: চন্দনাইশে শনিবার(৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর যৌথ উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী , আলোচনা সভা, পুরস্কার বিতরণ কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।
উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী ও বরকল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুর রহীম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ হাবিব উল্লাহ্। সঞ্চালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল সমবায়ী ইউসুফ সরদার বাবুল, ওয়াসিম উদ্দীন, মোহাম্মদ মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে সমবায় সমিতির ৪৯ জন সদস্যকে সহজ কিস্তির ঋণ প্রদান করা হয়। এছাড়াও বাছাইকৃত ৭ জন সফল সমবায়ীকে পুরস্কার দেয়া হয়েছে।
বিএনএ/ মোঃ আবু তাহের, ওজি