18 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় সিমেন্টবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ কামরুজ্জামান (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।শুক্রবার(৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম।

তিনি জানান, আজ শুক্রবার সকালে নয়নপুর এলাকায় আর এ কে সিরিমিক্স কারখানার বিপরীত দিকে ঢাকাগামী বসুন্ধরা সিমেন্ট কারখানার একটি কাভার্ডভ্যান ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালক মারা যান।

বিএনএ/ এম.এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ