26 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা শনাক্ত ১১ জনের

চট্টগ্রামে করোনা শনাক্ত ১১ জনের

করোনায় দেশে আরও ৪ মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় কেউ মারা যাননি।

শুক্রবার (৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১ হাজার ২২৪ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে ৬ জনই নগরের বাসিন্দা। বাকি ১ জন সাতকানিয়া, পটিয়ার ১ জন, হাটহাজারীতে ১ জন ও সীতাকুণ্ড উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৮৮ জন। বাকি ২৮ হাজার ২৬৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা