19.5 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেছে ৭৩৬৭ জনের

বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেছে ৭৩৬৭ জনের

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি বেড়েছে

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনে।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৮৫ জন। এ নিয়ে  এখন পর্যন্ত বিশ্বেজুড়ে মোট করোনায় রোগীর সংখ্যা ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জনে দাঁড়ালো।

শুক্রবার (৫ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে  ৮১ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ১৪৯ জন। রাশিয়ায় মারা গেছে ১ হাজার ১৯৫ জন এবং সংক্রমিত হয়েছে ৪০ হাজার ২১৭ জন।

যুক্তরাজ্যে ৩৭ হাজার ২৬৯ জন সংক্রমিত হয়েছে এবং ২১৪ জন মারা গেছে। ভারতে মৃত্যু হয়েছে ২১৪ জন এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৬৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেছে ৪১১ জন এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩৫২ জন।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫৮ জন, তুরস্কে ২২৮ জন, ইউক্রেনে ৬৯৯ জন, মেক্সিকোতে ১৫৪ এবং ফিলিপিন্সে ২৩৯ জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে  করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ