14 C
আবহাওয়া
৭:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » টি টোয়েন্টি বিশ্বকাপ, আজ রয়েছে ২টি ম্যাচ

টি টোয়েন্টি বিশ্বকাপ, আজ রয়েছে ২টি ম্যাচ

টি টোয়েন্টি বিশ্বকাপ, আজ রয়েছে ২টি ম্যাচ

বিএনএ ক্রীড়া ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের খেলায় আজ রয়েছে দুইটি ম্যাচ। শুক্রবার (৫ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। বাংলাদেশ সময় বিকাল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

তিন ম্যাচে দুই জয় এবং এক পরাজয়ে কিউইদের পয়েন্ট চার। নামিবিয়ার বিপক্ষে জয় এলে শেষ চারের সম্ভাবনা আরও জোড়ালো হবে নিউজিল্যান্ডের। সেইসঙ্গে রান রেটেও এগিয়ে যাবে ব্ল্যাক ক্যাপসরা।

এদিকে, দিনের আরেক ম্যাচে ভারতকে মোকাবেলা করবে স্কটল্যান্ড। রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখী হবে দুইদল।

প্রথম দুই ম্যাচে হেরে তৃতীয় খেলায় আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির জয় পায় ভারত। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে বিরাট কোহলিদের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। পাশাপাশি নিজেদের জয় পেলেও গ্রুপের অন্য ম্যাচের সমীকরণের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে ।

গ্রুপ টু এর খেলায় সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তাই পরবর্তী দলের লড়াইটা মূলত  ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে হচ্ছে। এরই মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে নিউজিল্যান্ড। তবে শেষ চার নিশ্চিত করতে হলে ভারতকে জয়ের পাশাপাশি রান রেটের চাকাও ঘুরাতে হবে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ