বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৮তম দিবসের অনুষ্ঠান বৃহস্পতিবার( ৪ নভেম্বর)অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মাওলানা কাজী ফজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, অবিবাহিত নিঃসঙ্গ জীবন-যাপনের কোন নিয়ম ইসলামে নেই। সামর্থ্য থাকা সত্ত্বে¡ও বিবাহ না করার পরিণতি সর্ম্পকে নবীজী (সা.) বলেছেন, যে লোক বিবাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না সে আমার উম্মতের মধ্যে শামিল নয়।
বিশ্ব নবী (সা.) আরো বলেছেন, বিয়ে করা আমার আদর্শ এবং স্থায়ী নীতি, যে লোক আমার এ সুন্নাহ অনুসারে আমল করবে না সে আমার দলভুক্ত না। ইসলামের দৃষ্টিতে বিয়ে একটি দেওয়ানী চুক্তির ফল। অভিভাবকের মাধ্যমে নারী নিজেকে বিয়ের জন্য উপস্থাপিত করে আর পুরুষ তা গ্রহণ করে অর্থাৎ কবুলের মধ্য দিয়ে একটি বিয়ে সুসম্পন্ন হয়।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তারেক মনোয়ার ও হাফেজ মাওলানা হুমায়ুন কাদের। ছদরে মাহফিল ছিলেন চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শোয়াইব ও আল্লামা ফজলুল্লাহ (রাহ.) ফাউন্ডেশনের আলহাজ্ব মাওলানা মোজাফফর আহমদ নদভী। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আহনাফ আরিক, তাহফিজ আহমদ আহয়াৎ, মাওলানা সাইফুদ্দীন, মাওলানা আবদুল হাফিজ ফারুকী, মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ। দিনের আলোচনায় অংশগ্রহণ করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু মুসা খালেদ জমিল, কলাউজান রশিদিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল ইসলাম, বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাজী ফজলুর রহমান, আলহাজ্ব মাওলানা আজিজুল হক আল মাদানী, সাতকানিয়া আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুনিরুল আলম।
চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ,মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল, শাহ সাহেব কেবলার দৌহিত্র আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, তৈয়বুল হক বেদার, আসমা উল্লাহ ইমরাত, ঈমাম বায়হাক্কি, অধিবেশন সভাপতি সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, আইআইইউসি সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, প্রখ্যাত ইসলামী গবেষক ড. মাওলানা ঈসা শাহেদী, বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কাজী ফজলুর রহমান, চুনতী সমিতি ঢাকা সভাপতি ও অর্থনীতি বিশেষজ্ঞ আলহাজ্ব আসাদ খান, চট্টগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, সীরত মাহফিল নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম, যাহেদুর রহমান, সাজ্জাদ খান, মোহাম্মদ নাঈম নিমু এবং আলোর পথে সম্পাদক সংবাদিক সোহেল তাজ প্রমুখ।
বিএনএ