বিএনএ, ঢাকা : রাজধানীর মতিঝিলে সেনা ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে অমিত দে (২৪) নামে এক সেনা সদস্যের মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অমিত দে কে ঢামেকে নিয়ে আসা ল্যান্স করপোরাল মো. আব্দুর রহিম জানান, ক্যাম্পে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন অমিত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটার গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।