19 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, ফেনীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, ফেনীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে পলাতক আসামি সিয়াম গ্রেপ্তার

বিএনএ, ফেনী: ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিয়াম(২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার(৪ অক্টোবর )ফেনী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তার  সিয়াম (২৬) ফেনী জেলার ফেনী সদর থানার মঠবাড়ীয়া গ্রামের  একেএম খুরশিদ মাস্টারের ছেলে।

র‌্যাব জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ জুলাই ফেনী পৌরসভার তাকিয়া রোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বড় মসজিদের সামনে পৌঁছায় ।  ছাত্রজনতার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীতে হান্নান অংশগ্রহণ করে । এ সময়  সিয়াম ও অন্যান্য দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলিবর্ষণ করে। । হান্নান আন্দোলন কর্মসূচি থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে বড় মসজিদের পাশে বড়তাকিয়া রোড়ের মুখে পৌঁছায়। এ সময় দৃষ্কতিকারীরা  ছররা গুলি করলে  হান্নানের মাথায় লাগে।  মুখে ও দুই চোখে গুলির স্প্লিন্টার লেগে গুরুতর আহত হন তিনি। আহত হান্নানকে লাঠি-সোঁটা, লোহার রড ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। পরবর্তীতে তাকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  গুলির স্প্লিন্টারের আঘাতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়।  ডান চোখের দৃষ্টি শক্তিও হারানোর সম্ভাবনা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ /আরএস

 

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ