বিএনএ, ঢাকা: দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার(৫ অক্টোবর) হতে শুরু হওয়া এই সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ।
রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হচ্ছে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। এরপর তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন।
আজ দুপুর ২:৩০টায় বিএনপি, বিকেল ৩টায় জামায়াতে ইসলামী, বিকেল ৩:৩০টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল ৪:৩০টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সাথে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন। জামায়াতে ইসলামী থেকে প্রতিনিধিত্ব করবেন আমির ডা. শফিকুর রহমান। বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধিত্ব করবেন সিপিবি, বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্ক্সবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং বিপ্লবী কমিউনিস্ট লীগ। বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সমন্বয়ক হিসেবে উপস্থিত থাকবেন মাসুদ রানা।
গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিত্ব করবেন মাহমুদুর রহমান মান্না, যিনি জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ভাসানী অনুসারী পরিষদের সমন্বয়ক। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, এবং এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন।
ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিএনএ,এসজিএন