28 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » সাহিত্যে নোবেল পেলেন ইয়োন ফসে

সাহিত্যে নোবেল পেলেন ইয়োন ফসে

সাহিত্যে নোবেল পেলেন ইয়োন ফসে

বিএনএ ডেস্ক : নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন । বৃহস্পতিবার (৫ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করে।

জন ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে। ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

এর আগে, গত ২ অক্টোবর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রথমদিনে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যানের নাম ঘোষণা করা হয়। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী।

পরেরদিন মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।

এ ছাড়া বুধবার রসায়নে নোবেল পুরস্কার পান ফরাসি গবেষক মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ