21 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির পথসভায় বাধা বৃষ্টি

বিএনপির পথসভায় বাধা বৃষ্টি

বিএনপির পথসভায় বাধা বৃষ্টি

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচি রোডমার্চ ও পথসভাকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করে। কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতেই মুহুর্তেই হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির প্রভাবে সমাবেশস্থল থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে নেতাকর্মীরা। ফলে সমাবেশস্থল নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে।

ছাতা ও রেইনকোট নিয়ে গুটিকয়েক নেতাকর্মী অবস্থান নিলেও উপস্থিতির সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে ধারাবাহিক বৃষ্টিপাতে বিএনপির কেন্দ্র ঘোষিত এই পথসভা নেতাকর্মী শূন্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: ডেকেছে তাই এসেছি: ড. ইউনূস

তবে নেতাকর্মীদের আশা, রোডমার্চের কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হবেন বিকাল ৩টা নাগাদ। এখন থেকে আরো তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে। ফলে ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে পরিবেশ সমাবেশের উপযোগী হবে বলে আশা করেন তারা। অন্যথায় কেন্দ্র বিশেষত এই কর্মসূচি আশানুরূপ নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হবে।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ