30 C
আবহাওয়া
১০:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৩
Bnanews24.com
Home » ইথিওপিয়ায় স্কুলে বিমান হামলা : নিহত অর্ধশতাধিক

ইথিওপিয়ায় স্কুলে বিমান হামলা : নিহত অর্ধশতাধিক


বিএনএ, বিশ্বডেস্ক : ইথিওপিয়ায় একটি স্কুলে বোমা হামলায় অন্তত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির তাইগ্রে অঞ্চলে যে স্কুলে এ হামলায় চালানো হয় সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল।  মানবিক সহায়তা সংস্থার দুজন কর্মী ও তাইগ্রে বাহিনীর বরাত দিয়ে বুধবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফেডারেল ও আঞ্চলিক সরকারের সঙ্গে ২ বছর ধরে সংঘাত চলাকালে আদি দাইরো শহরে এই বিমান হামলাকে সবচেয়ে মারাত্মক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইতোমধ্যে সংঘাতের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।

বিমান হামলা থেকে রক্ষা পাওয়ারা মানবিক সহায়তা সংস্থার কর্মীদের জানান, এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।

তবে এ ঘটনায় ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেজেসে টুলু, সামরিক মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেনে সেয়ুম কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 148 


শিরোনাম বিএনএ