বিএনএ, বাগেরহাট: বঙ্গোপসাগরে অবৈধ প্রবেশ করে মাছ ধরার অপরাধে দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ১৩৫ জন ভারতীয় জেলে। মঙ্গলবার (৪ অক্টোবর) আদালত এসব জেলেদের মুক্তির আদেশ দেন। পরে বিকেলে বাগেরহাট জেলা কারাগার থেকে এসব জেলেদের মুক্তি দেওয়া হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এফ,বি মা করুণাময়ী, মা তারা, তারা মা, কৌশিক, সুস্মিতা, অনিক ও জয়লক্ষ্মী নামক ২টিসহ মোট ৮টি ট্রলারে ১৩৫ জন ভারতীয় জেলে দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশে মোংলা ছেড়েছেন। ভারত থেকে এ সকল জেলেদের নিতে আসা তাদের স্বজনেরাও এ ট্রলারে রওনা হয়েছেন।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। এরমধ্যে গত ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী।
এরপর আটক ওই ১৩৫ জেলেকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়।
বিএনএ/এমএফ