বিএনএ, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক ব্যক্তির এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত কৃষককে কক্সবাজার সদর হাসাপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের চেরারকূল সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কৃষক মোহাম্মদ কাদের (৫১) ওই এলাকার প্রয়াত মীর আহম্মেদের ছেলে।
বিস্ফোরণের শিকার আব্দুল কাদেরে আত্মীয় মো. হোসেন জানান, সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন আবদুল কাদের। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাঁকে চট্টগ্রামের পাঠানো হয়।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রিপন চৌধুরী বলেন, সন্ধ্যায় দোছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। রাত ৯টায় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এর আগে রোববার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা বিচ্ছন্ন হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তারও আগে সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক পা হারিয়েছেন। এ ছাড়া মিয়ানমার থেকে আসা মর্টারের আঘাতে রোহিঙ্গা শিবিরে হতাহতের ঘটনাও ঘটেছে অনেকবার।
বিএনএ/এমএফ