18 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বিএনএ বিশ্ব ডেস্ক: পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর  তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলেন, জার্মান পদার্থবিজ্ঞানী ক্লাউস হাসেলমান, ইতালিয়ান পদার্থবিদ জর্জিও পারিসি ও জাপানি আবহাওয়াবিদ অধ্যাপক স্যুকুরো মানাবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এই তিন নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি।

ক্লাউস হ্যাসেলম্যান জার্মানির হামবুর্গের ম্যাক্স প্লাঙ্ক ইনিস্টিটিউট অব মেট্রোলজির অধ্যাপক। সাউকুরো মানাবি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। জর্জিও পারিসি ইতালির সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোমের অধ্যাপক।

পুরস্কারের ৮০ লাখ ক্রোনারের (সুইডিশ অর্থ) অর্ধেক পাবেন মানাবি এবং বাকি অর্ধেক হ্যাসেলম্যান ও পারিসির মধ্যে ভাগ করে দেয়া হবে।

পৃথিবীর জলবায়ুর কাঠামোগত মডেল নির্মাণ, বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস ও তা নির্ভুলভাবে পরিমাপের পদ্ধতি আবিষ্কার, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমানকে নোবেল দেয়া হয়। তারা দুজনে এ বছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন। এছাড়া পরমাণু ও গ্রহীয় পরিসর ইস্যুতে নোবেল পেয়েছেন জর্জিও পারিসি।

সোমবার (৪ অক্টোবর) এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ১১ অক্টোবর পর্যন্ত বাকি বিভাগগুলোতে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে। বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, এর পরদিন শুক্রবার শান্তিতে এবং অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে সোমবার।

১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। ১৮৯৫ সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কারের দলিল করে দিয়ে গেছেন তার মধ্যে পদার্থবিজ্ঞান অন্যতম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার