23 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

রামুতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামু থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযান  এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যার ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল গোরস্থান রোড নামক স্থানে টহলরত অবস্থায় একটি সন্দেহজনক ইজিবাইক থামানোর সংকেত দেয়। এসময় ইজিবাইকের যাত্রী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

উদ্ধার ক্রিস্টাল মেথ আইস যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ