17 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » দুপুরে সিইসির জরুরি সংবাদ সম্মেলন

দুপুরে সিইসির জরুরি সংবাদ সম্মেলন

cec

বিএনএ ডেস্ক: পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল সিইসি নিজেই ইসি সচিবালয়ে এ তথ্য জানান।

এর আগে, গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন এ কমিশনের পদত্যাগের দাবিতে ইসির সামনে বিক্ষোভও করেছে ছাত্র-জনতা। এই বিতর্কের মধ্যেই আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে আসছেন সিইসিসহ অন্য কমিশনারেরা।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুঞ্জন ওঠে, যে কোনো সময় দায়িত্ব ছাড়তে পারে বর্তমান সিইসির নেতৃত্বাধীন এই কমিশন।

এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতিও সেরেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ জনেরা।

এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে আজ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানোর সম্ভাবনার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ