19 C
আবহাওয়া
২:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাংবা‌দিক মকছুদ আহমদের মায়ের জানাযা সম্পন্ন

সাংবা‌দিক মকছুদ আহমদের মায়ের জানাযা সম্পন্ন


বিএনএ, মিরসরাই : তিন পার্বত‌্য জেলার প্রবীণ সাংবা‌দিক ও দৈ‌নিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গমা‌টি জেলা প্র‌তি‌নি‌ধি সাংবা‌দিক একেএম মকছুদ আহম্মদ এর মা‌ জ‌মিলা খাতুন এর জানাযা সম্পন্ন হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মরহুমার নিজবা‌ড়ি মঘা‌দিয়া ইউনিয়‌নের শেখ তোলা গ্রা‌মে অনু‌ষ্ঠিত হয়। জ‌ানাযায় স্থানীয় জনপ্র‌তিনি‌ধি, সাংবাদিক, রাজ‌নৈ‌তিক, আত্নীয়স্বজন ও স্থানীয়রা উপ‌স্থিত ছি‌লেন।

মৃত্যুকালে  জ‌া‌মিলা খাতুনের বয়স ছিল ১০৪ বছর ।   তি‌নি অ‌নেক গুনগ্রাহী ও আত্মীয়স্বজন  রে‌খে গে‌ছেন। তার মৃত‌্যু‌তে বি‌ভিন্ন মহ‌ল সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন ।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ