বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাবামার সিটির একটি নাইটক্লাবে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়। আহত হয়েছে আরও তিনজন।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয় ২টার দিকে ঐ নাইটক্লাবে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।
সিএনএনের খবরে বলা হয়, সোমবার রাত সোয়া ২টার দিকে শহরের একটি নাইট ক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় আলবামার পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।
বিএনএ/ ওজি