বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মসূচির প্রধান রন ম্যাক ক্যামন আফগান শিশু ও যুব সমাজের জন্য অন-লাইন শিক্ষা কর্মসূচি পরিচালনা করতে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির মার্কিন সরকারের এই সিদ্ধান্তের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে খবর এসেছে।
তালেবানও আফগান শিশু ও যুব প্রজন্মকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা সেবা দেয়ার মার্কিন সিদ্ধান্তের প্রতি উল্লসিত ভাব দেখিয়ে আবারও মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ার চেষ্টা করছে। তালেবান কর্তৃপক্ষ ভালো করেই জানে যে আফগান শিশু ও যুব প্রজন্মকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা সেবা দেয়ার মত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ও অর্থের যোগান দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।
বিএনএনিউজ/এইচ.এম।