চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় কারফিউর শুরুতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদপুর হতে আন্দোলনকারীদের একটি মিছিল বহদ্দারহাট মোড়ে এসে দোকানপাটে ভাঙচুর চালায়। মেয়রের বাসভবনে আজও পাথর ছুড়ে মারে। এরপরই শুরু হয় পুলিশের সাথে সংঘর্ষ।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর আগে বহদ্দারহাট পুকুরপাড় ও ওয়াপদা কলোনি মুখে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে দিনভর বাস টেম্পো চেক করে আন্দোলনকারী ছাত্রদের গাড়ি হতে নামিয়ে দিয়েছে। যাতে তারা শহরের ভেতরের স্পটে যেতে না পারে।সে সময় অনেককে কান ধরে উঠবস করানো হয়। তবে কাউকে মারধর করা হয় নি।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৭টা পর্যন্ত ১১০ জন ভর্তি হন।এদের অধিকাংশ গুলিবিদ্ধ। এদের মধ্যে ১১ জন এসেছেন পটিয়া থেকে এসেছেন। বাকিরা শহরের। গুরুতর ৩ জন আইসিইউতে রয়েছেন।
এসজিএন/ হাসনা