28 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার ট্যাংকারের ওপর ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার ট্যাংকারের ওপর ইউক্রেনের ড্রোন হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কৌশলগত দিক থেকে সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। শনিবার (৫ আগস্ট) রাশিয়ার গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেরিটাইম রেসকিউ সেন্টারের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ জানায়, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌছেছে।

তাস জানায়, জাহাজটি থেকে কোন তেল পড়ে যায়নি। জাহাজটিতে ১১ জন মানুষ ছিল।

মস্কো টাইম জাহাজটিকে রাসায়নিক ট্যাঙ্কার এসআইজি বলে চিহ্নিত করেছে। আর জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থনকারি রাশিয়ার বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ জানান, এ ড্রোন হামলায় জাহাজের কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছে।

কার্চ সেতুর ১৭ মাইল দূরে থাকার সময় আক্রমণের শিকার হওয়া রুশ ট্যাংকারটিতে তেল ভর্তি ছিল এবং এজন্য আগুনের শিখা অনেক দূর থেকে দেখা গেছে বলেও ইউক্রেনের দিক থেকে জানানো হয়।

গত দুদিনের মধ্যে এ নিয়ে এ ধরনের দুটি আক্রমণ চালানো হলো।

গত শুক্রবার নভোরোসিস্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর একটি জাহাজের ওপর ইউক্রেনীয় সী ড্রোন হামলা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ