25 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শুভেচ্ছা উপহার পেলেন সিএমপির ইন্সপেক্টর ও সার্জেন্ট

শুভেচ্ছা উপহার পেলেন সিএমপির ইন্সপেক্টর ও সার্জেন্ট

শুভেচ্ছা উপহার পেলেন সিএমপির ইন্সপেক্টর ও সার্জেন্ট

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ অফিসারদের মাঠ পর্যায়ের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় দুই ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বায়েজীদ থানার মো. আলমগীর হোসেন ও পাচলাঁইশ থানার মো. তরিকুল ইসলামসহ ৮ জন সার্জেন্টকে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) এ উপহার প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন।

সভায় নিজস্ব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিজ ও পরিবারের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) মো. কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

উল্লেখ, গত জুলাই মাসে উক্ত বিভাগে বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে ৯৯৭ টি মামলা ও ১০০৩ টি গাড়ি ডাম্পিং করা হয়।

বিএনএনিউজ/বাচ্চু বড়ুয়া,বিএম

Loading


শিরোনাম বিএনএ