17 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, যান চলাচল বন্ধ

কাপ্তাইয়ে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, যান চলাচল বন্ধ

কাপ্তাইয়ে অটোরিকশার ওপর ভেঙে পড়ল গাছ, যান চলাচল বন্ধ

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি বিশালকৃতি আকাশমণি গাছ ভেঙে পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় ৪ ঘন্টা। শনিবার (৫ আগষ্ট) সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ গেইট এলাকায় এই গাছটি ভেঙে পড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেটি অপসারণ করেন। যানচলাচল স্বাভাবিক হয় সকাল ১০টায়।

স্থানীয়রা জানায়, গাছটি উপড়ে একটি সিএনজি অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়লে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও ৩৩ হাজার লাইনের বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে অসংখ্য বড় বড় গাছ মরে গেছে। সমান্য বৃষ্টিপাত হলেই এসব ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ভেঙে পড়ছে সড়কের ওপরে। এতে পথচারী ও যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত জানিয়েছেন সচেতন মহল।

বিএনএনিউজ/শফিউল আলম/বিএম

Loading


শিরোনাম বিএনএ