29 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » পুতিনের সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড

পুতিনের সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড


বিএনএ, বিশ্বডেস্ক : রুশ বিরোধী নেতা ও পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সেই নাভালনির নতুন করে আরও ১৯ বছরের সাজা দেয়া হলো। ইতিমধ্যেই নাভালনি সাড়ে ১১ বছরের কারাবাসে দণ্ডিত। এবার তাঁর সেই সাজাই বেড়ে হল ৩০ বছরেরও বেশি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবেই খ্যাত নাভালনি। ক্রেমলিনের ভেতরে চলা দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তিনি। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলার ডাকও দিতে দেখা গিয়েছিল তাঁকে। এমন পরিস্থিতিতে জালিয়াতি ও দুর্নীতি-সহ একাধিক অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করে রাশিয়ার একটি আদালত। তাঁর সাজার মেয়াদ বাড়িয়ে ৯ বছর করা হয়। পরে তা আরও বাড়ে। এবার একলাফে তা বেড়ে গেল ১৯ বছর। অর্থাৎ জেল থেকে বেরুতে বেরুতেই প্রায় আশি ছুঁই ছুঁই বয়স হয়ে যাবে তাঁর।

নাভালনির বিরুদ্ধে সর্বশেষ বিচার কাজটি কঠিন গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পরিচালক ম্যারি স্ট্রাথার্স ওই সাজাকে রাজনৈতিক প্রতিহিংসার একটি জঘন্য উদাহরন বলে অভিহিত করেছেন।

তার মতে, ওই সাজা ব্যক্তিগতভাবে নাভালনিকে লক্ষ্য করে নয়, বরং সারাদেশে রাষ্ট্রীয় সমালোচকদের সতর্ক করার একটি প্রচেষ্টা।

তিনি আরও বলেন, আজকের এই লজ্জাজনক বিচারের রায় রাশিয়ার নাগরিক সমাজের পদ্ধতিগত নিপীড়নের সর্বশেষ উদাহরণ, যা গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে তীব্রতর হয়েছে।

শুক্রবারের আদালতের শুনানির একটি ভিডিও ক্লিপে নাভালনিকে জেলের কালো ইউনিফর্ম পরা অবস্থায় বাহু ভাঁজ করে দাঁড়িয়ে রায় শুনতে দেখা যায়।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ