বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লামিয়া আক্তার নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পুড়ে গেছে নতুন ঘর তৈরির জন্য রাখা ৬ লক্ষ টাকা। শুক্রবার ( ৫ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়ির আজিজুল হকের ঘরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণেে আনলেও ক্ষয়ক্ষতি কমাতে পারেনি। নিহত লামিয়া ওই বাড়ির বাসিন্দা প্রবাসী মো. রাজিব আহম্মদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন জানান, গোলবক্স মুহুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আজিজুল হকের পুরো ঘর পুড়ে যায়। শুধু তাই নয় তার ১বছর বয়সী নাতনী দগ্ধ হয়ে মারা যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন এন্ড সিভিল ডিপেন্স এর লিড়ার হায়াতুন্নবী জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনে ৪ কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে যায়। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঘুমন্ত অবস্থায় থাকায় ১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মা শিশুটিকে ঘুমে রেখে গোসল করতে গিয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। অন্যথায় আরো বেশি ক্ষতি হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি