Bnanews24.com
Home » জাবিতে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রীদের 
সব খবর

জাবিতে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রীদের 

৭ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে পরীক্ষা শুরু

বিএনএ,জাবিঃ ‘হলের নানাবিধ সমস্যা নিয়ে হল প্রভোস্ট কে ফোন করলে ফোন রিসিভ না করে ঐ শিক্ষার্থীর ফোন নাম্বার ব্লক করে দেন।’ এমনই গুরুতর অভিযোগ উঠেছে নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক নাহিদ হকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত নয়টায় নাহিদ হকের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াব ফয়জুন্নেসা হলের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের সমস্যা নিয়ে মাঝেমধ্যে প্রভোস্ট ম্যামকে ফোন করি। কিন্তু ম্যাম কখনই আমাদের ফোন রিসিভ করে না। বরং তিনি ঐ নাম্বার ব্লক করে দিতেন যাতে করে আমরা দ্বিতীয় তাকে সমস্যার বিষয়ে ফোন দিতে না পারি।’

এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনলাম। শিক্ষার্থীদের ফোন কল প্রাধ্যক্ষের না ধরা, নাম্বার ব্লক করে দেওয়া খুবই বাজে কাজ। এ ব্যাপার নিয়ে আমরা প্রাধ্যক্ষের সাথে আলোচনা করবো৷ যদি মনে হয় এই প্রাধ্যক্ষ দিয়ে সমস্যা সমাধান হচ্ছে না তাহলে তো তার দায়িত্বে থাকার মানে হয় না।’

তিনি শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

তবে নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট নাহিদ হক-কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবি গুলোর অন্যান্য দাবি হচ্ছে, বাজে ক্যান্টিন বন্ধ করে অতিদ্রুত ভালো ও নতুন ক্যান্টিন চালু করা। ডাইনিং এর খাবারের মান বাড়ানো। সংস্কারের নামে দীর্ঘসূত্রিতার দ্রুত অবসান করা এবং সংস্কার কার্যক্রম যথাযথ পর্যবেক্ষণের ব্যবস্থা করা। নতুন নতুন নিয়মের নামে ছাত্রীদের হয়রানি বন্ধ করা। হল পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা। হলে যথাযোগ্য রিডিং রুম নির্মাণ করা।

বিএনএনিউজ/ সানভীর/এইচ.এম।