26 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » নারী ফুটবলের ফাইনাল খেলার সময় পরিবর্তন চায় দুই ফাইনালিস্ট

নারী ফুটবলের ফাইনাল খেলার সময় পরিবর্তন চায় দুই ফাইনালিস্ট

নারী ফুটবলের ফাইনাল খেলার সময় পরিবর্তন চায় দুই ফাইনালিস্ট

বিএনএ স্পোর্টস ডেস্ক: টোকিও ২০২০অলিম্পিকস এর নারী ফুটবলের ফাইনাল খেলা কাল শুক্রবার সকাল ১১টায় অনুষ্টিত হবে।সে সময় স্থানীয় অলিম্পিক স্টেডিয়ামের তাপমাত্রা ৩০ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। বাতাসে আদ্রতাও বেশি। নারী ফুটবলের দুই ফাইনালিস্ট দল সুইডিশ ও কানাডিয়ান ফুটবল দল খেলাটি যখন তাপমাত্রা কম সে সময়ে অনুষ্ঠানের সুপারিশ করেছে।

Tokyo Olympics Soccer

সুইডিশ ফুটবল দল প্রধান মারিকা ডোমানেস্কি লাইফরস অলিম্পিক কমিটি এবং ফিফা প্রতিনিধির নিকট খেলার সময় পরিবর্তনের সুপারিশ জানান। কানাডার ফুটবল দলের পক্ষেও একইরকম আবেদন করা হয়েছে। কিন্ত ফিফা প্রতিনিধি এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেন নি।

প্রসঙ্গত: ২০০৮সালে বেইজিং অলিম্পিকস গেমস এ স্বর্ণ বিজয়ি নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ( পুরুষদের ফুটবলের ফাইনাল খেলা) দল ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় খেলা চালিয়ে যায়। তাপমাত্রা নিয়ে তারা কোন ভাবে নি। সূত্র: জাপান টুডে।

আজকের অলিম্পিক গেমসের খবর, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ