34 C
আবহাওয়া
১২:১৫ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » ১১ আগস্ট থেকে ট্রেন চলবে, টিকেট ৫০ শতাংশ

১১ আগস্ট থেকে ট্রেন চলবে, টিকেট ৫০ শতাংশ

১১ আগস্ট থেকে ট্রেন চলবে, টিকেট ৫০ শতাংশ

বিএনএ,ঢাকা: আগামী ১১ আগস্ট থেকে ট্রেন চলবে। তবে টিকেট অনলাইনে বিক্রি করা হবে। টিকেট কাটা হবে ৫০ শতাংশ। ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার হতে ক্রয় করতে হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেয়া হবে অনলাইনে। বন্ধ থাকবে কাউন্টার। কোরবানির ঈদে যে কয়টা ট্রেন চলেছে সেগুলো দিয়েই ১১ আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে শিল্পকারখানা খুলে দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সুযোগ রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন অর্থাৎ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ