21 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে পঞ্চাশোর্ধ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর পুলিশ বলছে তার কোন পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৫০ বছর।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বরকল সুচিয়া কালী মন্দিরের সামনে থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা বলছে, মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল। কয়েকদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে ঐ স্থানে অবস্থান করছিল। হয়তো খেতে না পেরে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। উদ্ধার করা মরদেহের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না। স্বাভাবিকভাবে মুত্যৃ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে গাউসিয়া কমিটি মানবিক টিমের নিকট হস্তান্তর করা হয়। এর পর অর্ধগলিত বেওয়ারিশ মৃত ব্যক্তির মরদেহটি গোসল ও দাফন কাফন সম্পন্ন করেন গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিম।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ