21 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীতে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিরওয়ারিশপুরে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১টায় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বেগমগঞ্জ মডেল থানার পাশে সিরাজ মিয়ার বাড়ির রুহুল আমিন মিয়ার টিনশেড ঘরের ভেতর অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত লোকজনদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে।

পরে থানায় অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে দুইজনের স্বীকারোক্তিতে জানা যায়, সদর উপজেলার পশ্চিম মাইজচরার কামাল (৪৩) ডাকাতির মূল পরিকল্পনাকারী ও সর্দার।

এ তথ্যের ভিত্তিতে ডাকাত সর্দার কামাল এবং তার সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে গত ২৯ জুন রাত ৩টায় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের একটি বাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার তদন্ত করতে গিয়ে ডাকাত কামালের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ডাকাত কামালের সহযোগীদের ব্যাপারে তথ্য সংগ্রহে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাকাত কামালের দল পুনরায় আরেকটি ডাকাতির জন্য বেগমগঞ্জ এলাকায় আসবে। এ তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়।

পরে ‍খবর পাওয়া যায়, মীরওয়ারিশপুরের লালপুর গ্রাম এলাকায় ডাকাত কামালের দল ডাকাতি করার জন্য একত্রিত হবে। এ তথ্যের ভিত্তিতে লালপুর এলাকাসহ মীরওয়ারিশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পুলিশের কয়েকটি টিম অবস্থান নেয় এবং গ্রামবাসীকে এ বিষয়ে সতর্ক করে।

ডাকাতির সময় পুলিশ স্থানীয়দের সহায়তায় ৭ ডাকাতকে আটক করে। এ সময় পুলিশ তাদের হেফাজত থেকে ১টি এলজি, ১টি পাইপগান, ২টি কিরিচ, ৩টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি শাবল উদ্ধার করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতির কিছু স্বর্ণ তারা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার রিপন স্বর্ণকারের কাছে বিক্রি করেছে।

পরবর্তীতে ডাকাত কামালের তথ্যমতে, ডাকাতির মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত রিপন স্বর্ণকারকে গ্রেপ্তার করে ডাকাতির সময় লুট ৪ ভরি ১১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানা ও বেগমগঞ্জে থানায় একাধিক মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ