31 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - জুলাই ৮, ২০২৪
Bnanews24.com
Home » সেন্ট স্কলাসটিকাস গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ৪ শিক্ষকের হত্যার হুমকি

সেন্ট স্কলাসটিকাস গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ৪ শিক্ষকের হত্যার হুমকি


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা (৪৬)কে হত্যার হুমকি দিয়েছে একই প্রতিষ্ঠানের চার শিক্ষক। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষককে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি করেছে এই অধ্যক্ষ।

গত ৩০ জুন নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। অভিযুক্ত চার শিক্ষক হলেন, শার্লিন সুবেরিত ইউজিন (৩৫), মাগ্রেট মনিকা জিন্ন্স (৪০),  নীল রাসেল সোহার (৫০),  বেবি চন্দ্র (৪০)।

সূত্র বলছে সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকরা পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ আনে । এই ঘটনায় পরে তদন্ত কমিটি হয়। কমিটির তদন্তে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটির ১৩ পৃষ্ঠার প্রতিবেদনে উক্ত কলেজের দুই শিক্ষককে ফাঁসাতে অন্য শিক্ষকদের নানা ষড়যন্ত্রে তথ্য উঠে আসে কলেজ কর্তৃক গঠিত তদন্ত প্রতিবেদনে। তাই অধ্যক্ষকে হুমকি দেওয়া শিক্ষকরা ফেঁসে যাওয়ার ভয়ে তদন্ত প্রতিবেদন রিপোর্টে বাতিল করার জন্য অধ্যক্ষ হত্যার হুমকি দিলে অধ্যক্ষ ৪ শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি করেন।

এদিকে অধ্যক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে  সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর কিছু বিষয় নিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরোক্ত শিক্ষকরা তাদের উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করিতেছে মর্মে তথ্য পাওয়া যায়। সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর সামগ্রিক বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট তৈরী করা হয়। উক্ত রিপোর্ট তৈরীর পর হইতে বিবাদীগণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের সংশ্লিষ্টতা আছে মর্মে অনুমান করায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করার চেষ্টায় লিপ্ত আছে। এর মধ্যে গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টার সময় ঘটিকার সময় সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড অফিসের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে  শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনাকালে অধ্যক্ষসহ কয়েকজন সিস্টারদের উপর উত্তেজিত হয়ে উঠে এবং এক পর্যায়ে ২৪ ঘন্টার মধ্যে কমিটির রিপোর্ট বাতিল করাসহ তাকে হত্যার উদ্দেশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করা হয় বলে জানা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়েদুল হক বলেন, সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

বিএনএনিউজ /নাবিদ/ এইচ.এম/ হাসনা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ