29 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - জুলাই ৮, ২০২৪
Bnanews24.com
Home » ১৬ বছর পর চলচ্চিত্রে শাওন

১৬ বছর পর চলচ্চিত্রে শাওন

sawon

বিনোদন ডেস্ক: এক সময় টিভি পর্দায় নিয়মিত মুখর ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কিন্তু স্বামী লেখক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। সাম্প্রতিক কালে অবশ্য গানের জন্য মাঝেমধ্যে খবরের শিরোনাম হয়েছেন তিনি, কিন্তু অভিনয়ের জন্য নয়। এবার ভাঙছে দীর্ঘদিনের সেই বিরতি। দীর্ঘ ১৬ বছর পর আবারও চলচ্চিত্রে নাম লেখালেন ‘শ্রাবণ মেঘের দিন’খ্যাত এই অভিনেত্রী।

১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসেন মেহের আফরোজ শাওন। পরে বেশ কিছু নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’- চলচ্চিত্রে দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে, ‘নীল জোছনা’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

শাওন গণমাধ্যমকে বলেন, ‘ছবির গল্প-চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক, টিম, সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই যুক্ত হওয়া। আমার অংশের শুটিং শুরু হবে ৫ জুলাই থেকে।’

‘নীল জোছনা’ ছবিতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পাওলি দাম, বাংলাদেশের তারিক আনাম খান, ইন্তেখাব দিনারের মতো তারকারা। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে।

লম্বা বিরতির বিষয়ে শাওন বলেন, ‘১৬ বছর পর অভিনয় করতে যাচ্ছি। আসলে দুই বছর ধরেই ভাবছিলাম, ভালো গল্প-আয়োজন পেলে অভিনয়ে ফিরব। ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল। অবশেষে মাস দুয়েক আগে এই ছবিতে যুক্ত হয়েছি।’

এখন থেকে পর্দায় নিয়মিত পাওয়া যাবে কি না-সে প্রসঙ্গেও জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। কিছুটা ধোঁয়াশা জিইয়ে রেখে বললেন, ‘আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।’

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ