24 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল আদায় শুরু

পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল আদায় শুরু

পদ্মা সেতুতে ইলেকট্রিক টোল আদায় শুরু

বিএনএ, মুন্সীগঞ্জ: পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) শুরু হয়েছে। বুধবার (৫ মে) সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে একটি করে বুথে টোল আদায় শুরু হয়।

এতে রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর এ কার্যক্রম শুরু করে গণমাধ্যমকে বলেন, বুধবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত এই টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে বলেও বলেন তিনি।

বিএনএনিউজ/বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ