24 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে পুকুরে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই ছাত্রীর মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ:  ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যার ৬ টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। সম্পর্কে তারা দু’জন চাচাতো বোন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা বাবার সাথে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়। তারা সেখানেই লেখাপড়া করছিল।

ঘটনার দিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল দু’জন। তারা দু’জনের কেউই সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, খেলাধুলার একপর্যায়ে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে মরিয়ম পুকুরে নামে। তবে সাঁতার না জানায় দু’জনই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এই ঘটনায় থানায় একটি  অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনএ/ হামিমুর  রহমান, ওজি/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ