36 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বর্ষায় কেমন জুতা নিরাপদ?

বর্ষায় কেমন জুতা নিরাপদ?

জুতা

লাইফস্টাইল ডেস্ক: কখনও হচ্ছে একটানা বৃষ্টি, কখনও বা থেমে থেমে। বর্ষার পানি জমছে রাস্তাঘাটে। বর্ষাকালের এটাই রীতি। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই ছুটছেন ছাতার দোকানে। সঙ্গে শুধু ছাতা রাখলেই চলবে না, জুতাও পরতে হবে ভেবে চিন্তে। বর্ষায় জুতা কেনার আগে সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

১. বৃষ্টির মৌসুমে বাইরে পরে যাওয়ার জন্য ফ্লিপফ্লপ হল আদর্শ জুতা। এটি মূলত রাবার দিয়ে তৈরি। পশ্চিমি থেকে সাবেকি, সব ধরনের পোশাকের সঙ্গেই এ ধরনের জুতা বেশ ভালো মানাবে। এই ধরনের জুতা পরলে জোরে হাঁটাচলা কিংবা দৌঁড়াতেও কোনও অসুবিধা হবে না। পানি জমে থাকলেও অনায়াসে পার হতে পারবেন।

২.বর্ষায় স্নিকার্সই পরতে পারেন। এ ধরনের জুতা পরলে বর্ষার জমা পানি থেকে সুরক্ষিত থাকবে পা। তা ছাড়া, পিছল রাস্তায় অনেক সময়ে হাঁটতে গিয়ে ভারসাম্য হারিয়ে যায়। সে ক্ষেত্রে স্নিকার্স পরা থাকলে পড়ে যাওয়ার থাকবে না। তবে খেয়াল রাখবেন, স্নিকার্সের সোল যেন ভালো হয়।

৩. অনেকেই হিল পরতে পছন্দ করেন। সারা বছর বিভিন্ন পোশাকের সঙ্গে নানা ধরনের হিল পরেন। বর্ষায় এ ধরনের জুতা এড়িয়ে চলাই ভালো। কারণ রাস্তায় কোথায় খানাখন্দ রয়েছে, পানি জমে থাকার কারণে তা সব সময়ে বোঝা যায় না। হিল পরে বেরোলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় থেকেই যায়।

৪. বর্ষায় ফ্ল্যাট জুতা একেবারে আদর্শ। জমা পানি কিংবা কাদা মাখা রাস্তাঘাট, এই ধরনের জুতা সবচেয়ে নিরাপদ। তবে ফ্ল্যাট হলেও অনেক জুতা আবার বেশি স্লিপারি। এসব জুতা পরলে পিছল রাস্তাঘাটে পরে যাওয়া বিপজ্জনক। সে ক্ষেত্রে চামড়ার খোলামেলা কোনও জুতো পরতে পারেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ