22 C
আবহাওয়া
৭:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » কোন মুক্তিযোদ্ধা সরকারি চাকরীতে কর্মরত নেই : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোন মুক্তিযোদ্ধা সরকারি চাকরীতে কর্মরত নেই : মুক্তিযুদ্ধ মন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যায় সম্পৃক্ততা থাকলে জিয়ার খেতাব বাতিল : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনএ, ঢাকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরীতে বিধি অনুযায়ী কর্মরত নেই।

মঙ্গলবার (৪ জুলাই) সংসদে সরকারি দলের সদস্য এ. কে. এম. রহমতুল্লাহ’র টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আ. ক. ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ১৯৫৯ সালের ৩০ মে। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকুরীকাল হবে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত। বর্তমানে কোন বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকুরীতে বিধি অনুযায়ী কর্মরত নেই বলে জানান তিনি।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। উক্ত আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd or ff.molwa.gov.bd), সমন্বিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া হয়। চাকুরীরত বা চাকুরীরত নয় এমন সব বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশরা, স্ত্রী বা সন্তানরা ভাতা পান।

 

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ।

Loading


শিরোনাম বিএনএ