24 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে অটোরিকসা চালক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক জায়গা থেকে বিদ্যুৎস্পৃ্ষ্ট নির্মাণ শ্রমিক ও ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলার তারাকান্দা দুইটি ও নান্দাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, জেলার তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকসা চালক সামাদ মিয়া (১৫), একই উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামের মৃত সাধু রবিদাসের স্ত্রী ফুলজানি রবিদাস (৬০) এবং জেলার নান্দাইল উপজেলার দক্ষিণ রসুলপুর নদীর পাড় গ্ৰামের শাহেদ আলী ছেলে মনির হোসেন (৩০)।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, সোমবার (৪ জুলাই) প্রতিদিনের মত অটো নিয়ে বের হয় কিশোর সামাদ। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন এবং এলাকাবাসী সামাদকে খোঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে রাতেই তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।  মঙ্গলবার সকালে সামাদকে খোঁজাখুজির পর তার অটোরিকশাটি কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে দেখা যায়। পরে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, উপজেলার ময়মনসিংহ শেরপুর সড়কে তারাকান্দা উপজেলার বটতলা নামক স্থানে রাস্তার পাশের ডোবায় ফুলজানি রবিদাস নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, উপজেলার দক্ষিণ রসুলপুর নদীর পাড় গ্ৰামের শাহেদ আলীর ছেলে মনির হোসেন একজন নির্মাণ শ্রমিক। সে পার্শবর্তী উপজেলার ঈশ্বরগঞ্জ ছাপিলাকান্দা গ্রামে নির্মাণ শ্রমিকের কাজ করতে যায়। সেখানে বৈদ্যুতিক মটর চালু করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ঘটনাটি যেহেতু ঈশ্বরগঞ্জে ঘটেছে, তাই বিষয়টি তাদের জানানো হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ