30 C
আবহাওয়া
১২:৫৮ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিনের বিরুদ্ধে মামলা

হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিনের বিরুদ্ধে মামলা

হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিনের বিরুদ্ধে মামলা

বিএনএ ডেস্ক: ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান জানান, গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় নেয়া হয় আইসিইউ। মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানায়, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ