19 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইলে মেসেজ : যত অফার, যত প্রতারণা

মোবাইলে মেসেজ : যত অফার, যত প্রতারণা

রবি,জিপি,বাংলালিংক,এয়ারটেল

বিএনএ,ঢাকা: মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর নিত্যদের নানা মেসেজে গ্রাহকরা এমনিতে অতিষ্ট। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মেসেজ মুছতে মুছতে গ্রাহকদের সময় নষ্ট হয়। কিছু অসাধু ব্যক্তিও প্রতিষ্ঠানও এই সুযোগ নিচ্ছে। পাঠকের যত অভিযোগ নিচে তুলে ধরা হল:

রবি আজিয়াটা লিমিটেড  বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর  গ্রাহক ও বিএনএনিউজ২৪ এর পাঠক ৫ জুলাই  ২০২২ জানান, তার ফোনে ৪জুলাই ২০২২ খ্রিস্টাব্দ ০১৮৩৪-৬০৩৮১০ নম্বর থেকে একটি মেসেজ আসে নিম্নরুপ:

ঈদ উপলক্ষে আপনার ২৫০০টাকা জমা হয়েছে,চেক *213*18577#

রবি ফোনের গ্রাহকদের
রবি ফোনের গ্রাহকদের সঙ্গে প্রতারণা!

এ বিষয়ে বিটিআরসি, রবি কর্তৃপক্ষ কী বলবেন ?  Buss33 এর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এমন প্রতারণা ? হয়রানী!

প্রিয় পাঠক, মোবাইলে প্রতারণামূলক কোন মেসেজ পেয়ে থাকলে আমাদের স্ক্রিণশর্টসহ লিখে পাঠান(হোয়াটস অ্যাপ-০১৭৬৬৪৪৪৪৪০), বা ইমেইলে[email protected]

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ