বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে আরও ছয় হাজার ৪২৪ জনের মৃত্যু হলেও এর মধ্যে সর্বোচ্চসংখ্যক মানুষ মারা গেছেন ব্রাজিলে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭৬ জন।
সোমবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৩৪৩ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৯৩ হাজার ৩৪৭ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮৮ লাখের বেশি মানুষ।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৩৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ২১ হাজার ২৯৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৮১৬ জন।
বিএনএনিউজ/জেবি