27 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সৌদিতে বন্ধনহীন চুক্তি-বিয়ে বাড়ছে

সৌদিতে বন্ধনহীন চুক্তি-বিয়ে বাড়ছে

চুক্তি-বিয়ে

বিএনএ, বিশ্ব ডেস্ক : সৌদিআরবে বন্ধনহীন চুক্তি-বিয়ে (মিসইয়ার) বেড়েই চলেছে। ‘জাওয়াজ আল মিসইয়ার’ নামে পরিচিত এ বিয়েকে ‘ভ্রমণকারীদের বিয়ে’ও বলা হয়।

স্থানীয় সুন্নি মুসলমানদের মধ্যে এ বিয়ে প্রচলিত রয়েছে। কোনোরকম আত্মিক বন্ধন ছাড়া এ বিয়ের চুক্তি অনুযায়ী তারা একসঙ্গে থাকতে পারবে।

এর শর্ত অনুযায়ী স্ত্রীর আবাস সংস্থান ও অর্থ ব্যবস্থার দায়িত্বে থাকবেন স্বামী। বিনিময়ে গৃহ রক্ষণাবেক্ষণ এবং তার ঘরে ঢোকার অনুমতি পাবেন স্বামী। সাম্প্রতিক সময়ে এ বিয়ের বৈধতা দেওয়ার জন্য কয়েকটি মুসলিম দেশে চাপ বাড়ছে।

মিসইয়ার বিয়ের শর্তের মধ্যে আরও রয়েছে উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যমে নগদ অর্থ। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এর মেয়াদ। তবে যেকোনো সময়ে উভয়পক্ষ মুসলিম বিয়ের মূল রীতি অনুযায়ী বিয়ে করতে পারবেন। আবার যেকোনো সময় একে অন্যকে ছেড়ে যেতে পারবেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ